
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ | 105 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে, শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কালো পতাকা উত্তোলন, জাতীয় পতাকা অর্ধনির্মিতকরণ, শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা সম্মেলন কক্ষে আলোচনাসভা, মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহির সভাপতিত্বে, আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:সজিব মিয়া,বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ লুৎফুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীন আব্দু, মোগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এএইচ মামুন ভূঁইয়া, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন প্রমুখ।
Posted ২:৪৩ অপরাহ্ণ | শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম