
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ | 186 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালানীর ছেষট্টি লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ জব্দ করেছে বর্ডারগার্ড বিজিবি’র সদস্যরা।
শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪.৫০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিজিবির বিশেষ টহলদল এসব অবৈধ চোরাচালানী ঔষধ জব্দ করে।
ঔষধ জব্দের বিষয়টি নিশ্চিত করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাস্মদ ইমতিয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর চান্দুরা বাইপাস নামক এলাকায় বিশেষ অভিযান চালায়।
এসময় ৬৬,৪৬,০০০/- (ছেষট্টি লক্ষ ছেচল্লিশ হাজার) টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার ক্যাপসুল, ট্যাবলেট, ভারতীয় কিউ কারপিন অলিভ অয়েল, ভারতীয় Mond সিগারেট জব্দ করে। পরে এসব জব্দকৃত মালামাল আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করা হয়।
Posted ৩:১২ অপরাহ্ণ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম