
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ | 263 বার পঠিত | প্রিন্ট
রাজনৈতিক হয়রানিমূলক মামলা থেকে রক্ষা পেতে আবেদনের অনুরোধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক তথা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে গণবিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়। গত ১৫ ডিসেম্বর জারি করা ওই গণবিজ্ঞপ্তিটি মঙ্গলবার এ প্রতিবেদকের হাতে আসে।
জেলা ম্যাজিস্ট্রেট গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইন- ১ শাখার ২২ সেপ্টেম্বর তারিখের স্মারকের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যান্য নানা কারণে রাজনৈতিক নেতা-কর্মী ও নিরীহ ব্যক্তিগণের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহার করার জন্য সুপারিশ করার লক্ষ্যে জেলা কমিটি গঠন করা হয়েছে।
এ পরিপ্রেক্ষিতে যে সকল ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন সময়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা করা হয়েছে, তাদেরকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর জেলা ই-সেবা কেন্দ্রে মামলা সংক্রান্ত এজহার ও প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফাইড কপিসহ আবেদনপত্র জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো।
Posted ১০:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম