
অমিত হাসান অপু: | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ | 155 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আলোচিত- সমালোচিত শিক্ষিকা মোছাঃ সেলিনা বেগমের স্থায়ী বরখাস্তের দাবীতে এই নিয়ে ৭ম দফায় মানববন্ধন করেছে বিদ্যালয়টির অধ্যায়নরত ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা প্রাঙ্গনে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধনে অংশ নেয়। সমালোচিত সেলিনা বেগম উপজেলার ৩নং মোগড়া ইউনিয়নের ছয়ঘড়িয়া আলহাজ্জ শাহ্ আলম উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষিকা।
মানববন্ধনে ৩নং মোগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নান্নু মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য আবুল বাশার বাসু মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক মেম্বার মুরশিদ মিয়া, ডাঃ মোঃ হান্নান মিয়া, সাবেক মেম্বার আনু মিয়া, সাবেক মেম্বার সহিদ মিয়া, সাবেক শিক্ষার্থী আব্দুর রাজ্জাক, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষিকা বীরা বেগম।
মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী প্রধান শিক্ষিকা সেলিনা বেগমের স্থায়ী বহিষ্কারের দাবী জানিয়ে বলেন, ৩ দিনের মধ্যে সেলিনা বেগমের করা কমিটি বাতিল করে এলাকার শিক্ষার্থী, অবিভাবকের মতামতের ভিত্তিতে নতুন করে কমিটি করতে হবে। স্কুলের পিন,পাসওয়ার্ড আগামী ৭২ ঘন্টার মধ্যে সেলিনা বেগমের কাছ থেকে উদ্ধার করে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আঞ্জুমানারা বেগমের কাছে হস্তান্তর করতে হবে। স্কুলের অবিভাবকদের বিরুদ্ধে মামলাবাজ সেলিনা বেগমের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। স্কুলের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য অবিলম্বে একজন প্রধান শিক্ষিক নিয়োগ করতে হবে।
দাবী আদায় না হলে সীমান্তবর্তী ৯ গ্রামের স্কুলের অবিভাবকদের নিয়ে শিক্ষার্থীরা ক্লাস, পরীক্ষা বর্জন করে রোড মার্চ টু ইউএনও অফিস পালন করে ইউএনও অফিস ও উপজেলা শিক্ষা অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
Posted ৬:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম