
আহমেদ সামি | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫ | 143 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে এক বর্ণাড্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহি, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন, আখাউড়া উপজেলা বিএনপির আহবায়ক, জয়নাল আবেদীন আব্দু,উপজেলা জামায়েতে ইসলামির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, আখাউড়া পৌরসভা বিএনপির আহবায়ক মো,সেলিম ভূঁইয়া,আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়েত আলী ভূইয়া, আখাউড়া স্থল বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেন সাজুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।
Posted ৩:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম