
ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ | 191 বার পঠিত | প্রিন্ট
“’খেলাধুলায় বাড়ে বল, মাদক নয় ভাই খেলায় চল””এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটিয়ারায় ফিরুজ-শাহবুদ্দিন-শহিদ সিদ্দিক ভূঁইয়া স্মৃতি T-10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।এতে সুলতানপুর একাদশ ও ঘাগটিয়ারা একাদশ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ঘাটিয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, ঘাটিয়ারা ইয়াং স্টার ক্লাবের আয়োজনে খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
খেলা শেষে অতিথিরা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলঘাটিয়ারা ইয়াং স্টার একাদশ ও খেলায় রানার্সআপ দল সুলতানপুর একাদশের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
শেখ মোবারক হোসেন, মামুন পাঠান এর সঞ্চালনায় ও বাসুদেব ইউপির ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার হাজী নিয়াজ মুহাম্মদ পাঠান লিলুর সভাপতিত্বে, এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সোসাইটি বাহরাইন কমিটির সিনিয়র সহ-সভাপতি মাজারুল হক নয়ন, শহিদ সিদ্দিক মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা নাজমুল হাসান মিঠু, বাসুদেব ইউপির চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লা, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান রঞ্জসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
Posted ১০:১২ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম