
আহমেদ সামি | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | 581 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) আখাউড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন উপজেলার উত্তর ইউনিয়নের আমেদাবাদ গ্রামের মো,সামছুল হকের ছেলে মো,সেলিম মিয়া এবং একই এলাকার মো,ধন মিয়ার ছেলে মো,টিটু মিয়া,
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়। এছাড়া পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অন্য মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি মো,ফজলু মিয়াকে গ্রেফতার করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানা,আখাউড়া থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে দুজন যাবজ্জীবন প্রাপ্ত এবং সাত বছরের সাজা প্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Posted ৫:১২ অপরাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম