
রওনক ইসলাম | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | 142 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউউায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়ছে। পৌর শ্রমিক দলের আহবায়ক ওসমান মিয়া রোববার সকালে শহরের কলেজ পাড়ায় এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন,সম্প্রতি ‘কসবা ডেইলি নিউজ’ নামে একটি ফেইসবুক আইডিতে মুরাদ হোসেন নামে এক ব্যক্তি ভিডিও বক্তব্যে আমার সম্পর্কেমিথ্যা ও বিভ্রান্তির তথ্য প্রচার করছে।
আমি মুরাদ হোসেনের পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছি বলে অভিযোগ করেছে। যা মিথ্যা ও বানোয়াট। তাছাড়া মুরাদ হোসেনকে আমি চিনিও না। মুরাদ হোসেন আমার প্রতিপক্ষের সাথে যোগসাজস করে আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এসব মিথ্যা তথ্য প্রচার করেছে।
সফিকুল ইসলাম নামীয় আরও একটি ফেসুবক আইডি থেকে মুরাদ হোসনের বক্তব্যের ওই ভিডিওটি শেয়ার করা হয়ছে। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে ওসমানের পাশে বসা হুমায়ুন কবির বলেন, আমি রেলওয়ে স্কুল থেকে পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে কিছু মাছ নিজে বিক্রি করেছি। পুকুরের কিছু মাছ মসজিদ পাড়ার আব্বাসের কাছে বিক্রি করেছি। এ পুকুরের সাথে মুরাদ হোসেনর কোন সম্পর্ক নাই। ওসমান খান আমার পুকুর থেকে মাছ তুলে নেয়নি।
Posted ৫:১১ অপরাহ্ণ | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম