
রওনক ইসলাম | শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | 58 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।
শুক্রবার বিকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে সড়ক বাজার প্রদক্ষিণ শেষে পৌর রেলস্টেশন চত্বরে সমাবেশ করা হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: ইকবাল হোসেন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, আখাউড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মো: বোরহান উদ্দিন খান, পৌর জামায়াতে আমির মোরশেদ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের আখাউড়া শাখার সভাপতি প্রকৌশলী এবিএম সাদেক ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সিফাত উল্লাহ প্রমুখ।
Posted ৭:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম