
রওনক ইসলাম | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ | 136 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রকৃত কৃষক থেকে সরকারি মূল্যে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম রাশেদুল ইসলাম।
এবছর আখাউড়া উপজেলায় ৩৮৮ মেঃ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। প্রতি কেজি ৩৬ টাকা দর। ধান সংগ্রহের মেয়াদ ২৪ এপ্রিল থেকে ৩১ আগষ্ট পর্যন্ত।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা, আখাউড়া এলএসডি মোহাম্মদ সাজেদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, জনতা ব্যাংক ম্যানেজার বশিরুল আলম সিদ্দিকী।
জানা গেছে, উপজেলা কৃষি অফিস হতে প্রাপ্ত বোরো মৌসুমে ধান উৎপাদনকারী কৃষক তালিকা হতে “আগে আসলে আগে সরবরাহ করতে পারবেন” ভিত্তিতে ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বনিম্ন ৩ বস্তায় ১২০কেজি এবং সর্বোচ্চ ৭৫ বস্তায় ৩ হাজার কেজও ধান গুদামে বিক্রি করতে পারবেন। প্রথম দিন কৃষক মামুনুর রশিদের কাছ থেকে ৩ মেঃ টন ধান সংগ্রহ করা হয়েছে।
Posted ৫:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম