
রওনক ইসলাম | বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ | 147 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামিক ফাউন্ডেশনের যাকাত বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকালে আখাউড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন আখাউড়া শাখার উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরে ৪৭ জনের মাঝে এ আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
এ সময় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার যাকাত ৪৭ জন উপকারভোগীর বিতরণ করা হয়। যার মধ্যে এক জন ৫ হাজার টাকা, দুইজনকে ৪ হাজার টাকা এবং ৪৪ জনকে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম রাশেদুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন আখাউড়া শাখার ফিল্ড সুপারভাইজার আব্দুল মতিন মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে বলেন, সরকারি সহায়তা প্রাপ্তির এ ধারা চলমান থাকবে। যাকাত হচ্ছে সাম্যের প্রতীক, যা দরিদ্র মানুষের জীবনে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনতে পারে।
Posted ৪:৩৯ অপরাহ্ণ | বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম