
আশরাফুল মামুন: | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ | 30 বার পঠিত | প্রিন্ট
ছবি:-আখাউড়ার আলো২৪.কম
ঢাকা:আইন পেশায় আত্মপ্রতিষ্ঠার উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন ফারহানাজ আক্তার পিংকি। নিজ মেধা, অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে তিনি পৌঁছে গেছেন দেশের সর্বোচ্চ আদালত—বাংলাদেশ সুপ্রিম কোর্টে। বর্তমানে তিনি একজন তালিকাভুক্ত আইনজীবী এবং পাশাপাশি একজন কলেজের লেকচারার হিসেবেও কর্মরত।
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার রেলওয়ে জংশন স্টেশনের পশ্চিমে শ্যামনগর (বিডিআর ক্যাম্প সংলগ্ন) শ্যামনগর গ্রামে জন্মগ্রহণ করে, ফারহানাজের পিতা মোঃ শহিদুল ইসলাম ভূঁইয়া ও মাতা আকিকুন্নাহার-এর চতুর্থ সন্তান তিনি। পড়াশোনায় বরাবরই আগ্রহী ফারহানাজ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাজীবন পার করেন বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে। এরপর তিনি উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন শহীদ স্মৃতি সরকারি কলেজ থেকে।
উচ্চশিক্ষায় তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম ডিগ্রি অর্জন করেন।
সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে তিনি তার পেশাগত জীবনে একটি উল্লেখযোগ্য অর্জন সম্পন্ন করেন। পাশাপাশি শিক্ষকতা পেশায় যুক্ত থেকে তিনি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, আইন ও সমাজ সচেতনতাবিষয়ক শিক্ষা দান করে চলেছেন।
ফারহানাজ আক্তার পিংকি একজন নম্র, আত্মবিশ্বাসী ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নারী শিক্ষার অগ্রগতিতে ভূমিকা রাখাই তার ভবিষ্যৎ লক্ষ্য।
তার এই অর্জন নতুন প্রজন্ম, বিশেষ করে নারীদের জন্য এক বাস্তব অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
Posted ৮:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম