বৃহস্পতিবার ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>

আখাউড়া দিয়ে ভারতে সাজা ভোগের পর দেশে ফিরলেন ১৪ বাংলাদেশী

অমিত হাসান অপু:   |   বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ | 50 বার পঠিত | প্রিন্ট

আখাউড়া দিয়ে ভারতে সাজা ভোগের পর দেশে ফিরলেন ১৪ বাংলাদেশী

ছবি:-আখাউড়ার আলো২৪.কম

ভারত বর্ষের ত্রিপুরা রাজ্যসহ বিভিন্ন স্থানে আইনশৃংখলা বাহিনীর হাতে আটকা পড়া ১৪ বাংলাদেশী নাগরিক নিজ দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোষ্টের শূণ্য রেখায় আগরতলার সহকারী প্রথম সচিব ওমর শরীফ তাদেরকে আখাউড়া উপজেলানির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিএম রাশেদুল ইসলাম, ইমিগ্রেশন ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সাত্তার,আখাউড়া আইসিপি ক্যাম্পের হাবিলদার আনোয়ার হোসেন,আখাউড়া থানার এসআই আশিস সূত্রধর এবং ব্রাকের মাইগ্রেশন সেন্টারের সিনিয়র অফিসার জনাব মোঃ শিহাবুল হোসেন, মাইগ্রেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার সায়লা শারমিন সহ বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে পরিবারের নিকট হস্তান্তর করেন।

হস্তান্তর করা ১৪ বাংলাদেশীরা হলেনঃফেনী জেলার পশুরাম এলাকার মিজানুর রহমান ভুঁইয়ার ছেলে মো: ইসমাইল ভূইয়া ইয়াসিন। একই এলাকার মোহাম্মদ আলী মজুমদারের ছেলে হারুন মজুমদার রাজু। নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার কামাল হকের স্ত্রী পাপিয়া আক্তার। গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার বরকত আলী বিশ্বাসের স্ত্রী লিজা খামম। নরাইল কালিয়া উপজেলার নূর ইসলামের স্ত্রী লিজা খাতুন।চাঁদপুর মতলব উপজেলার আবুল খায়ের মোল্লার স্ত্রী আশা মনি। খুলনার কায়রা উপজেলার আবুল হাসানের ছেলে মফিজুল ইসলাম, একই এলাকার আনোয়ার মোল্লার স্ত্রী তাহিয়া-তুন নেসা তুহুরা বিবি, মফিজুল ইসলামের স্ত্রী আঁখি ইসলাম। নেত্রকোনা কালিয়াজুরি উপজেলার সুনীল সরকারের ছেলে সঞ্জয় সরকার। একই উপজেলার রাধামন সরকারের ছেলে স্বপন সরকার। সুনামগঞ্জের দীরায় উপজেলার মৃত রমাকান্ত দাসের ছেলে বিপ্লব দাস। একই উপজেলার শ্রী রঞ্জু দাসের ছেলে জিসু কান্তি দাস,দয়ানান্দ দাসের ছেলে সুরেশ দাস।


ফেরত নাগরিক ও হাইকমিশন সূত্র জানায়,দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে ১৪ জন বাংলাদেশি নাগরিক ভারতের ত্রিপুরা রাজ্যে গিয়ে পুলিশের কাছে আটক হয়। এরপর ভারতের আদালতের নির্দেশে তারা প্রাপ্ত সাজা ভোগ করেন। সাজা শেষে তাদের প্রত্যেকের নাগরিকত্ব যাচাই করা হয়। এরপর স্বরাষ্ট ও পরাষ্ট মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী যোগাযোগ করে তাদেরকে দেশে ফেরার জন্য ভারত সরকারের অনাপত্তি পত্র সংগ্রহ করে আগরতলায় নিযুক্ত সহকারী হাইকমিশনার।

ভারত ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সরকারি হাইকমিশনারের প্রথম সচিব ওমর শরীফ বলেন, বৃহস্পতিবার যে ১৪ জন বাংলাদেশী নাগরিককে নিজ দেশে ফেরত দিয়েছি। তাদের মধ্যে ৫ জন দীর্ঘদিন অবৈধ ভাবে ভারতে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করত, বাংলাদেশে ফেরার পথে বিএসএফ এর হাতে আটক হয়। কয়েকজন মেয়ে আছে বিভিন্ন সময় দালালের চক্রের খপ্পরে পড়ে বিউটি পার্লারে কাজ করতে আসার ধরা পড়ে, বাকি নাগরিক বিভিন্ন সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এবং ত্রিপুরা রাজ্যের আগরতলাসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। পরে আদালতের দেওয়া রায় অনুযায়ী কারাভোগ শেষে তাদেরকে নরশিংগড় সিকিউরিটি হোমে রেখে, তাদের নিজ দেশে ফেরত পাঠানোর যাবতীয় কাগজপত্রাদির প্রক্রিয়া শেষে দুপুরে ফেরত পাঠানো য়েছে।


Facebook Comments Box


Posted ১০:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com