
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২১ জুন ২০২৫ | 24 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া-৪(আখাউড়া-কসবা) আসনের বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সচিব ও এমপি মুশফিকুর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
শনিবার (২১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ঢাকঢোল পিটিয়ে উপজেলার পৌরশহরের স্টেশন চত্তরে এসে জড়ো হন মুশফিকুর রহমানের সমর্থকরা। পরে সেখানে থেকে একটি বর্ণাঢ্য নির্বাচনী প্রচারণা র্যালী বের হয়। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মুক্তমঞ্চে একটি পথ সভায় মিলিত হয়। সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল মুনসুর মিশন, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি খন্দকার মো. বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন লিটন বক্তব্য রাখেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন বলেন,ব্রাহ্মণবাড়িয়া-৪(আখাউড়া-কসবা) আসনের বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সচিব ও সাবেক এমপি মুশফিকুর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা আজ থেকে শুরু করেছি,নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত এ প্রচারণার কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় তিনি বলেন, চলতি মাসের ১৩ তারিখ লন্ডনে প্রধান উপদেষ্টা ডা. ইউনুসের সাথে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেড় ঘন্টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি গঠনমূলক ফলপ্রসু আলোচনা হয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা আগামী বছরের জুনে নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার ঘোষণা দিলেও আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে কথা বলে সেটা আগামী বছরের ফ্রেব্রুয়ারীর ৭ তারিখ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন। সেই ঘোষণাকে কেন্দ্র করেই আমাদের নেতাকর্মীরা আজ থেকেই নির্বাচনী প্রচারণা নামেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মন্তাজ মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ খান, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোবাশ্বের আহসান, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মামুন আহমেদ সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Posted ২:১৪ অপরাহ্ণ | শনিবার, ২১ জুন ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম