
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৮ জুন ২০২৫ | 23 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় দিনব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) সকালে উপজেলার আখাউড়া স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এর আগে একই স্থানে ফল মেলার উদ্বোধন করা হয়।
কুমিল্লা অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইং পরিচালক মোঃ হাবিবুল্লাহ।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ তানিয়া তাবাসসুমের স্বাগত বক্তব্য দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মোস্তফা এমরান হোসেন, জেলা প্রশিক্ষণ অফিসার মুন্সী তোফায়েল হোসেন, কুমিল্লা অঞ্চল পাটনার পোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ সারোয়ার জামান প্রমুখ। সেমিনারে শতাধিক কৃষক, জনপ্রতিনিধি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিরা বলেন, সরকার কৃষি ও কৃষকবান্ধব। কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার ছাড়াই কীভাবে অধিক ফলন ও লাভবান হওয়া যায় সে লক্ষ্যেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে। কৃষকদের সঙ্গে কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আজকের মুখোমুখি কর্মশালা তথা পার্টনার কংগ্রেস তারই প্রতিফলন। তারা কৃষকদেরকে তাদের যে কোনো সমস্যায় কৃষি বিভাগের পরামর্শ নিতে আহ্বান জানান।
উপজেলা কৃষি অফিসার মোছাঃ তানিয়া তাবাসসুম জানান, কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষি পণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগতমান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি তথ্য ছড়িয়ে দেওয়া সহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করা এই কংগ্রেসের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
Posted ৩:৫৩ অপরাহ্ণ | শনিবার, ২৮ জুন ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম