
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ | 21 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ায় বালি ফেলে জলধাট ভরাট করে জমির শ্রেণী পরিবর্তন করার দায়ে মোঃ আনোয়ার হোসেন দুলাল (৪৫) নামে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পরিবেশ সংরক্ষণ আইনে এ অর্থ দন্ড দেওয়া হয়। এ সময় আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটন মোঃ ফয়সল উদ্দিন।
আদালত সুত্রে জানা গেছে, উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের পূর্ব পাশের একটি জলধার বালি ফেলে জমি ভরাটের কাজ চলছিল। খবর পেয়ে আনোয়ার হোসেনকে আটক করে আদালত পরিচালনা করে ৭০ টাকা জরিমানা করা হয়। এ সময় আখাউড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেটন মোঃ ফয়সল উদ্দিন বলেন, বালি ফেলে জলধার ভরাট করে শ্রেণী পরিবর্তন করায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(৮) ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ৭০ হাজার টাকা অর্থদন্ড জরিমানা করা হয়।
Posted ৭:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম