
| মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ | 733 বার পঠিত | প্রিন্ট
জালাল হোসেন মামুন#
আখাউড়ায় ট্রাকের ধাক্কায় ইমরান (২৩) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত ওই যুবক হলেন বিজয়নগর উপজেলার পেটুয়াজুড়ি গ্রামের বকুল মিয়ার ছেলে। আজ মঙ্গলবার দুপুরে আখাউড়া-চান্দুরা সড়কের আমোদাবাদ নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানাগেছে, আখাউড়া স্থলবন্দর থেকে আসা সিলেটগামী একটি ট্রাক ও বিজয়নগরের সিঙ্গারবিল বাজার থেকে আখাউড়াগামী অটোরিক্সাকে ধাক্কা দিলে এতে ইমরান আহত হয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। ইমরানের অবস্থা আশংকাজনক হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে ঢাকা প্রেরণ করেন ইমরানকে। ঢাকা নেয়ার পথে ইমরান মারা যায়।
এ বিজয়নগর থানার এস আই মো. অলিউল্লাহ এ ঘটনাটি নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ট্রাক ও অটোরিক্সা কোনটায় পাওয়া যায়নি।
আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের ০২ ওয়ার্ডের মেম্বার মো. আবদুস ছাত্তার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ২:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক