
| মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ | 799 বার পঠিত | প্রিন্ট
জালাল হোসেন মামুন#
আজ মঙ্গলবার দুপুরে আখাউড়ায় পানিতে ডুবে দেড় বছর বয়সী নাইম নামের এক শিশু মারা গেছে । নাইম হলেন উপজেলার আজমপুর গ্রামের প্রবাসী গিয়াস উদ্দিনের ছেলে।
জানাগেছে, প্রতিদিনের মতোই বাড়ির উঠানে খেলা করছিল নাইম। খেলার করার সময় বাড়ির পাশে গর্তে বৃষ্টি পানি জমে থাকা পানিতে পড়ে যায় সে। লোকজন নাইমকে গর্ত থেকে উদ্ধার করে আখাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে আখাউড়া হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহনেওয়াজ হাসান বলেন, হাসপাতালের আনার আগেই শিশু মারা গেছে।
আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হান্নান ভূইয়া স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ২:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক