
| রবিবার, ২৪ মার্চ ২০১৯ | 502 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি#
আখাউড়া থানা পুলিশের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আজ রোববার বিকালে স্থানীয় শহীদ স্মৃতি সরকারী কলেজ মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন কসবা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল করিম। প্রতিযোগিতায় পৌরসভা ও ৫ ইউনিয়নের ৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ২৬ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
আখাউড়া থানার ওসি মো. রসুল আহমেদ নিজামীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, ওসি (তদন্ত) মো. আরিফুল আমিন, এড. আকসির এম চৌধুরী প্রমুখ।
Posted ৩:০০ অপরাহ্ণ | রবিবার, ২৪ মার্চ ২০১৯
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক