
| শুক্রবার, ১৪ জুন ২০১৯ | 1550 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফ খান#
আগামীকাল শনিবার থেকে আখাউড়া ধাতুরপহেলা গ্রামের প্রধান শিক্ষক ইয়াছিন মাষ্টারের উন্নত চিকিৎসা শুরু হবে। স্থানীয় সাংবাদিক ও গ্রামবাসীকে সাথে নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা গ্রহন করেছেন আখাউড়া থানার অফির্সার ইনচার্জ রসুল আহমদ নিজামী।
জানাগেছে, বিত্তশালী সন্তানদের অযত্ন অবহেলায়বিনা চিকিৎসায় দীর্ঘদিন যাবত আখাউড়াধাতুরপহেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকইয়াছিন মাষ্টার মৃত্যুর প্রহর গুনছে। গত দুইদিন ধরেবিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশের পর তারচিকিৎসা সহায়তায় এগিয়ে আসেন আখাউড়া থানাপুলিশ। আজ শুক্রবার বিকালে ধাতুরপহেলা গ্রামেইয়াছিন মাষ্টারকে দেখতে ছুটে যান আখাউড়াথানার অফির্সার ইনর্চাজ রসুল আহমদ নিজামী ওওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন।
এসময়অফির্সার ইনর্চাজ চিকিৎসার ব্যাপারে ইয়াছিনমাষ্টারের বিত্তশালী ছেলেদের সাথে ফোনেযোগাযোগ করেন কিন্তু তারা নানা তালবাহানায়এরিয়ে যায়।পরে স্থানীয় ইউপি সদস্য, আত্মীয়–স্বজন, গ্রামবাসী ও আখাউড়া টেলিভিশনজার্নালিষ্ট এসোসিয়েশনের সাংবাদিকদের নিয়েবৈঠক করে তাৎক্ষনিক চিকিৎসার এক লক্ষ টাকারব্যবস্থা করেন আখাউড়া থানার অফির্সার ইনর্চাজ।আগামীকাল শনিবার থেকে এই টাকা দিয়েচিকিৎসা শুরু হবে।
চিকিৎসা চলাকালীনপরবর্তীতে সকলকে সাথে নিয়ে পুলিশ প্রশাসনইয়াছিন মাষ্টারের চিকিৎসাসেবায় অর্থের যোগানদিবে। চিকিৎসা ব্যয়বহনে প্রয়োজনে বিত্তশালীদেরসহযোগীতা নেয়ার কথাও বলা হয়। এর আগে আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন প্রবাসী সংঘঠন ইয়াছিন মাষ্টারের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন।
আগামীকাল সকাল ৯টায় ইয়াছিন মাষ্টারকে চিকিৎসার জন্য টাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাবে।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি নুরুন্নবী ভুইয়া, সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম, সাংবাদিক বাদল আমীন,ময়নাল হক ভূইয়া সহ স্থানীয় ইউপি সদস্য আউয়াল মেম্বার প্রমুখ।
Posted ৪:০১ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ জুন ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম