
| সোমবার, ২৯ জুলাই ২০১৯ | 1235 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি#
আজ সোমবার সকালে আখাউড়া উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাতার কার্ড বিতরণ হয়েছে। এই দুইটি ইউনিয়নে মোট ১৫৫ জন নারী-পুরুষকে বয়স্ক ভাতার কার্ড প্রদান করা হয়।
বয়স্ক ভাতার কার্ড বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবুল কাশেম ভুইয়া, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন সফিক আলেয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফসানা পারভীন।
আজ সোমবার সকাল ১১টায় আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে চেয়ারম্যান আব্দুল হান্নান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বয়স্ক ভাতার কার্ড বিতরণ অনুষ্ঠান। এখানে ৭৯ জন নারী-পুরুষকে বয়স্ক ভাতার কার্ড দেয়া হয়।
দুপুর ১২টায় আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে চেয়ারম্যান মো: জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বয়স্ক ভাতার কার্ড বিতরণ অনুষ্ঠান। এখানে ৭৬জন বয়স্ক নারী পুরুষকে বয়স্ক ভাতার কার্ড প্রদান করা হয়।
Posted ১:৩২ অপরাহ্ণ | সোমবার, ২৯ জুলাই ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম