
| সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ | 854 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি
‘
আমি মাল (ফেন্সিডিল) খাইতে আখাউড়ায় আইছলাম। উপজেলার আনোয়ার পুর গ্রামের সিরাজ নামে এক মাদক ব্যবসায়ী আমারে গাঁজার বস্তা আখাউড়া শহরে পৌঁছাই দিলে নগত এক হাজার টাকা এবং ফ্রিতে মাল খাইতে দিবো এমন আশ্বাস দেয়।
পরে গাঁজা ভর্তি বস্তা মাথায় কইরা আনোয়ারপুর সীমান্ত থেকে আখাউড়া শহরে আসার পথে বিজিবি আমারে আটক করে।
বিজিবি ফকিরমুড়া ক্যাম্পের জওয়ানরা রোববার (১৭ নভেম্বর) রাতে তাকে আটক করে। পরে ফকিরমুড়া বিজিবি শেখ নয়নকে সোমবার (১৮ নভেম্বর) সকালে আখাউড়া থানা পুলিশে সোপর্দ করতে নিয়ে আসে। এ সময় ক্লান্ত দেহে গাঁজার বস্তার ওপর লুটিয়ে পড়ে ঘুমের রাজ্যে হারিয়ে যান নয়ন।
তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কাউতলী এলাকার বাসিন্দা সহিদ মিয়ার ছেলে।
আখাউড়া ফকিরমুড়া বিজিবি ক্যাম্পের নায়েব মো. আনোয়ার হোসেন জানান, ত্রিপুরা সীমান্ত থেকে গাঁজার চালান নিয়ে দুই মাদক ব্যবসায়ী আসছে বলে গোপন সূত্রে খবর পায় ফকিরমুড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জওয়ানরা।
তারই সূত্র ধরে বিজিবির টহলের একটি দল উপজেলার আনোয়ার-আখাউড়া সীমান্ত সড়কে অভিযান চালায়। পরে ২৫ কেজি গাঁজা ভর্তি বস্তাসহ শেখ নয়নকে আটক করা হয়। এসময় সিরাজ নামক এক চোরাকারবারি দৌঁড়ে পালিয়ে যায়। পরে মাদক আইনে মামলা দিয়ে আখাউড়া থানায় নয়নকে সোপর্দ করা হয়। ওই মামলায় মাদক ব্যবসায়ী সিরাজকে পলাতক দেখানো হয়।
আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী বলেন, ওই যুবককে আদালতের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে সোপর্দ করা হয়েছে।
Posted ১০:২৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম