আখাউড়া প্রতিনিধি#
আখাউড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বেগম রোকেয়া দিবস ও জয়িতা অন্বেষণ শীর্ষক কার্যক্রমে নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সম্মননা প্রদান করা হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মননা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশিষ্ট সমাজ সেবক এস এম শাহজাদা খাদেম, অধ্যক্ষ মো. শাহজাহান মিয়া, উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রওনক ফারজানা রুবা প্রমুখ।
পরে বিভিন্ন বিভাগ থেকে নির্বাচিত জয়িতাদের সম্মননা প্রদান করা হয়। এর আগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।