আখাউড়া প্রতিনিধি#
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নারী-শিশু পাচার, অস্ত্র ও মাদক চোরাচালানসহ সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে আখাউড়া সীমান্তে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।
আজ সোমবার দুপুরে আখাউড়া বিজিবি কোম্পানি সদরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের ১১ সদস্য দলের নেতৃত্ব দেন ত্রিপুরা বিএসএফ সেক্টরের কমান্ডার ডিআইজি- রাকেশ রঞ্জন লাল।
অপর দিকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুমিল্লা সেক্টর কমান্ডার আবু মো. মহিউৃদ্দিন ।এর আগে বেলা ১১টায় বিএসএফ প্রতিনিধি দল আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট শূন্য রেখায় এসে পৌঁছলে ২৫ ব্যাটাািলয়ের অধিনায়ক গোলাম রসুল তাদের শুভেচ্ছা জানান।
বৈঠকের পরে কুমিল্লা সেক্টর কমান্ডার আবু মো. মহিউৃদ্দিন জানান, সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে।