
| মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯ | 755 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি#
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জেএসসি পরীক্ষায় নকলের সংবাদ প্রকাশ করায় ২ সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে আখাউড়ার সাংবাদিক সমাজ।
আজ মঙ্গলবার দুপুরে আখাউড়া টেলিভিশন
জার্নালিষ্ট এসোসিয়েশন কার্যালয়ে এক সভায় প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করা হয়।
অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানানো হয়। গত সোমবার ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আয়েশা আক্তারের আদালতে নিউএইজ পত্রিকার জেলা প্রতিনিধি, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী হান্নান খাদেম এবং দৈনিক যুগান্তর, ডেইলী অবজারভার ও আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মিশু’র বিরুদ্ধে এ মিথ্যা মামলা দায়ের করা হয়।
১৪ নভেম্বর জেএসসি’র গণিত পরীক্ষায় আখাউড়া রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিক্ষকদের সহায়তায় নকল হওয়ার সংবাদ জাতীয় দৈনিক যুগান্তরসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়। প্রকাশিত সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদে ক্ষিপ্ত হয়ে ২৫ দিন পর মনিয়ন্দ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী ইকবাল বাদী হয়ে ওই সাংবাদিকদের বিরুদ্ধে এ মিথ্যা মামলা দায়ের করেন।সভায় সভাপতিত্ব করেন আখাউড়া প্রেসক্লাবের সভাপতি আলাহাজ্ব মো. রফিকুল ইসলাম।
এসময় অন্যান্যের বক্তব্য রাখেন সাংবাদিক নাসির উদ্দিন, কাজী মফিকুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, বাদল আমিন, সফিকুল ইসলাম খান, ফজলে রাব্বি, মো: শরীফুল ইসলাম জালাল হোসেন মামুন, ময়নুল ইসলাম, কবি আফজান খান শিমুল, শেখ
মনির হোসেন নিজাম, আবীর মোহাম্মদ, জুয়েল মোজাদ্দেদী, সেজান খান, সাইমুন
মিয়া প্রমুখ।
অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার না হলে পরবর্তী কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
Posted ১২:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম