
| বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯ | 1009 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পথে ভারতের ত্রিপুরায় যাওয়ার পথে ৪ শিশুসহ ৯ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে আখাউড়া – আগরতলা সড়কের আখাউড়া উপজেলা পরিষদের সামনে থেকে ২ পুরুষ ৩ নারী ও ৪ শিশুকে আটক করে আখাউড়া থানা পুলিশ।
আটককৃতরা হলো রোহিঙ্গা শরনার্থী শিবিরের কুতুপালং ক্যাম্পের বাসিন্দা সৈয়দ আলম (৩০), কুতুপালং চাকমারকোল ওমানচ্যাট বিব্লক ক্যাম্পের বাসিন্দা মো. ইউনুস (১৮), একই একাকার বাসিন্দা মাজেদা খাতুন (২৫), ময়ূরা বেগম (৬), আয়েশা বিবি (৩) এবং চট্টগ্রামের জিওসি মোর এলাকার গার্মেন্টসে চাকরিরত আমেনা খাতুন (৫০), সেনোরা খাতুন (২২) তার মেয়ে জান্নাত (৫), ছেলে আজিজুর রহমান (১)।
আখাউড়া থানার ওসি মো. রসুল আহমেদ নিজামী বলেন, শিশু ও মহিলাসহ ৯ রোহিঙ্গা আখাউড়া সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরায় যাওয়ার চেষ্টায় ব্যর্থ হয়। পরে রাতে আখাউড়া পৌরশহরে ফিরে আসার পথে উপজেলা পরিষদের সামনে থেকে তাদের কে পুলিশ আটক করে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আজই আদালতে প্রেরণ করা হবে।
Posted ৭:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম