
| শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯ | 1237 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বেপরোয়া মোটরসাইকেল চাপায় মো: নান্নু মিয়া(৬৫)নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
আজ শনিবার বিকালে আখাউড়া-আগরতলা সড়কের নারায়নপুর নামক স্থানে বেপরোয়া মোটরসাইকেল চাপায় তিনি গুরতর আহত হন।পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাতে তার মৃত্যু হয়।
মোটরসাইকেল চালক ছিলেন লালবাজার অপু টেলিকমের স্বত্বাধিকারী মোঃশামীম মিয়া।
জানাযায় পৌরসভার নারায়নপুর আখাউড়া-আগরতলা সড়কে মসজিদে নামাজ পড়ে রাস্তায় বের হয়েই নান্নু মিয়া মোটরসাইকেলে লেগে মারাত্মকভাবে আহত হন, প্রথমে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক বিধায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানেই তার মৃত্যু হয়।
এদিকে তার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Posted ২:৪৬ অপরাহ্ণ | শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম