
| সোমবার, ২০ জানুয়ারি ২০২০ | 555 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম
আর টিভি’র সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিছ সরকার উজ্জলকে আখাউড়ায় ফুলেল সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে আখাউড়া উপজেলা প্রেসক্লাব ও টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মহিউদ্দিন মিশু সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির আখাউড়া প্রতিনিধি মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি কবি আফজাল খান শিমুল, সাধারণ সম্পাদক শেখ মনির হোসেন নিজাম, সাংগঠনিক সম্পাদক জুয়েল মুজাদ্দেদী, এশিয়ান টিভির আখাউড়া প্রতিনিধি আবির মোহাম্মদ, আখাউড়া টিভির পরিচালক সাদ্দাম হোসাইন, সাংবাদিক অপু, পারভেজ, ইসমাঈল, রুবেল, নাঈম প্রমুখ।
প্রবাসী সাংবাদিকতায় গুণী এ ব্যক্তিত্ব সৌদি আরবের জেদ্দায় দীর্ঘদিন যাবত স্বনামধন্য আরটিভিতে প্রতিনিধিত্ব করছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের উমেদপুর গ্রামের বাসিন্দা।
Posted ১০:২৪ পূর্বাহ্ণ | সোমবার, ২০ জানুয়ারি ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম