
| শনিবার, ২০ জুলাই ২০১৯ | 1174 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম#
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা শিল্পকলা একাডেমিতে তিনদিন ব্যাপী বিশেষ নৃত্য প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।
আজ শনিবার প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা। ভারত ত্রিপুরারাজ্যের শচীন দেববর্মন সরকারী সঙ্গীত কলেজের অধ্যাপক সংহিতা ঘোষ এই কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসাবে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়েছেন।
গত বৃহস্পতিবার বিকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি এ.কে.এম শরীফুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছরীন সফিক আলেয়া, ভারত ত্রিপুরারাজ্য সরকারের শিক্ষক সুহাশীষ সাহা, আখাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও শিল্পকলা একাডেমির আজীবন সদস্য নুরুন্নবী ভুইয়া, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও শিল্পকলার আজীবন সদস্য মো: সাইফুল ইসলাম, ভারতের সিনিয়র নৃত্য শিল্পী বিপাশা ঘোষ প্রমুখ।
উপজেলা শিল্পকলা একাডেমি আয়োজিত এই বিশেষ নৃত্য প্রশিক্ষণ কর্মশালায় একাডেমির ২৫জন শিক্ষার্থী অংশগ্রহন করছে।
Posted ১:০৭ অপরাহ্ণ | শনিবার, ২০ জুলাই ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম