
| শুক্রবার, ১৭ জুলাই ২০২০ | 1432 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
করোনাভাইরাসে আক্রান্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান
চৌধুরী মো. আফজাল হোসেন নিসার (৫৭) শুক্রবার রাত সাড়ে আটটায় ঢাকার এভারকেয়ার (স্কয়ার) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামে। তবে পরিবার নিয়ে
তিনি জেলা শহরের বণিকপাড়ায় থাকতেন।
চৌধুরী মো. আফজাল হোসেন নিসারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে তানভীর চৌধুরী।
রাতে তিনি জানান, গত ২ জুলাই প্রথমবার তাঁর বাবার করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। পরে ৭ জুলাই দ্বিতীয়বারের পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে।এরপর থেকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার গ্রামের বাড়িতে
তাঁর লাশ দাফন করা হবে বলে তিনি জানিয়েছেন।
Posted ৫:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জুলাই ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম