
| শুক্রবার, ১৫ মার্চ ২০১৯ | 528 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ার আলো ২৪.কম#
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, ডাকসুর নির্বাচন সুষ্ঠ হয়েছে এবং ভোটাররা তা মেনে নিয়েছে।
তিনি আরো বলেন বিএনপি ভ্রান্ত আইডিয়ার ওপর কাজ করে তাদের নেত্রী এতিমের টাকা চুরি করে জেলে গেছে তাকে আদালত সাজা দিয়েছে এখানে সরকারের কিছু করার নেই।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে আখাউড়া শহিদ স্মৃতি সরকারি কলেজের ৪ তলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন। পরে তিনি আখাউড়া আরোও ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮ কোটি ৭৬ লক্ষ টাকার উন্নয়নের কাজ উদ্বোধন করেন।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:সামছুজ্জামানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার আখাউড়া সরকারি কলেজের অধ্যাপক জয়নাল আবেদিন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম ভূইয়া, সেলিম ভূইয়া কসবা উপজেলার চেয়ারম্যান রাসেদুল কাওসার জীবন প্রমুখ।
Posted ৮:৪০ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ মার্চ ২০১৯
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক