রবিবার ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম >>

তরুণদের দৃষ্টিতে বাজেট ভাবনায় স্থানীয় সরকারের সাথে মতবিনিময় সভা

  |   মঙ্গলবার, ১৫ জুন ২০২১ | 1009 বার পঠিত | প্রিন্ট

তরুণদের দৃষ্টিতে বাজেট ভাবনায় স্থানীয় সরকারের সাথে মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি:

রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৫নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে নারী মৈত্রী।এই মতবিনিময় সভার মূল বিষয় ছিল তরুণদের দৃষ্টিতে বাজেট ভাবনা।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শামসুজ্জোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু তাহের বকুল।

তরুণদের দৃষ্টিতে বাজেট কেমন হবে এই ইস্যুতে ৪৫ নং ওয়ার্ডের তরুণ তরুণীদের সাথে একটি সার্ভে করা হয়। সার্ভের মাধ্যমে তরুণ তরুণী এবং যুবদের কাছ থেকে সময়পোযুগী বেশ চাহিদা উঠে আসে তার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ

১. ওয়ার্ড কমিটিতে জেন্ডার ব্যালেন্স করে তরুণ প্রতিনিধিত্ব নিশ্চিত করা। এর ফলে তরুণরা নেতৃত্ব দেয়ার এবং সিদ্ধান্ত গ্রহনের সুযোগ পাবে।


২. প্রত্যেক ওয়ার্ডে ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটি গঠন করা। কমিটিতে ন্যুনতম ৫৫% সদস্য তরুণ হতে হবে এবং ওয়ার্ডের সকল ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ড এই কমিটি সক্রিয় ভূমিকা রাখবে।

৩. ওয়ার্ডের অধীনে থাকা সরকারী গ্রন্থাগার, বেসরকারী গ্রন্থাগার গুলোকে মাদকবিরোধী, ইন্টারনেট আসক্তি বিরোধী দূর্গ গিসেবে গড়ে তোলা।


৪. পাবজি, ইন্টারনেট আসক্তি, জঙ্গিবাদ, পরিবেশ দূষণ, ড্রেনে বর্জ্য ফেলা ইত্যাদি অভ্যাসের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহন করা।

৫. তরুণদের নিয়ে করা এইসব কমিটি (বর্জ্য ব্যবস্থাপনা, ক্রীড়া এবং সংস্কৃতি) গুলোর হাতে যেন ক্ষমতা কুক্ষিগত না হয়, নতুন ও নবীন তরুণরাও যেন সুযোগ পায় সে বিষয়ে নিশ্চিত করা;

৬. ওয়ার্ড ভিত্তিক দূর্যোগ মোকাবেলার জন্য সব ধরণের প্রস্তুতি নিশ্চিত করা;

৭. পথচারীদের জন্য রাস্তায় লাইটের আলো যেন রাতে সর্বক্ষন থাকে সেই বিষয় নিশ্চিত করা;

৮. সিটি কর্পোরেশন এর মাধ্যমে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে যোগাযোগ করে নারী ও কিশোর কিশোরীদের আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা;

৯. বেকার যুবদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা

১০. কিশোর-কিশোরি এবং যুবদের জন্য তথ্য প্রযুক্তি শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা

১১. ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক চিকিৎসার জন্য স্বাস্থ্য ক্লিনিকের ব্যবস্থা করা

১২. ঢাকা শহড়ে প্রতিটি ওয়ার্ডে নিরাপদ পানিয় জলের ব্যবস্থা করা

১৩. জলাবদ্ধতা দূরীকরণ করা ও সুয়ারেজ ব্যবস্থার উন্নয়ন করা

১৪. যেখানে সেখানে বর্জ্য ফেলা বন্ধে সক্রিয় পদক্ষেপ নেওয়া এবং আবর্জনামুক্ত পরিবেশ নিশ্চিত করা;

১৫. তরুণদের জন্য জন্ম নিবন্ধনের ফি মওকুফ করা

১৬. পুরুষ ও নারীদের জন্য প্রয়োজন অনুযায়ী পৃথক পৃথক স্বাস্থ্য সম্মত পাবলিক টয়লেট স্থাপন ও ব্যবস্থাপনা করা;

১৭. সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে যখন বাৎসরিক বাজেট করা হয় তখন সে বাজেট জনগণের চাহিদা নিরূপনের মাধ্যমে করা এবং যুবদের অংশগ্রহন নিশ্চিত করা;

১৮. সরকারি হাসপাতাল গুলোতে আলাদা কিশোর কিশোরী কর্ণার নিশ্চিত করা এবং কাউন্সিলিং এর ব্যবস্থা করা

১৯. যে সকল তরুণ তরুণী ক্ষুদ্র উদ্যোক্তা হতে আগ্রহী তাদেরকে সুদবিহীন লোন দিয়ে উৎসাহিত করা এবং দারিদ্র বিমোচনে সহযোগিতা করা

২০. নারী ও শিশু নির্যাতন দমন করতে যুব ও নারী সদস্যদের নিয়ে যৌন হয়রানী ও প্রতিরোধ কমিটি করা এবং তাদেরকে ক্ষমতায়িত করা

২১. স্থানীয় সমস্যা সমাধানে এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রতিমাসে কাউন্সিলর এর উপস্থিতিতে এলাকার জনগণের সাথে স্থানীয় সমস্যা সমাধানের জন্য সভা করা

২২. মাদক ব্যবসা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা

উল্লেখিত চাহিদাগুলো বাস্তবায়নে তারা স্থানীয় সরকারের সাথে মত বিনিময় করেছে এবং তারা প্রত্যাশা করছে তরুণ তরুণীদের এই সকল অধিকার ভিত্তিক চাহিদা পূরণে সরকার কার্যকর ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Posted ১০:১৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ জুন ২০২১

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com