
| বুধবার, ২৯ জুলাই ২০২০ | 475 বার পঠিত | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রাহেলা আক্তার (২৯) নামের এক প্রবাসীর স্ত্রী কে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (২৯ জুলাই)বেলা ১১টার দিকে উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত রাহেলা আক্তার ওই এলাকার প্রবাসী মতিউর রহমানের স্ত্রী।
বাঞ্ছারামপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ জানান, রাহেলার স্বামী মতিউর প্রবাসে থাকেন। কোরবানির পশু কিনতে কয়েকদিন আগে ৪০হাজার টাকা স্ত্রী রাহেলার কাছে প্রবাস থেকে পাঠিয়েছে মতিউর। সেই টাকা ব্যাংক থেকে উত্তোলন করে ঘরে রাখে রাহেলা।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে সেই টাকা চুরি করতে মঙ্গলবার মধ্যরাতে রাহেলা ঘরে প্রবেশ করলে সে দেখে ফেলে। এই কারণে তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে৷ হত্যা করে পালিয়ে গেছে দূর্বৃত্তরা।
পরিদর্শক রাজু আহমেদ আরও জানান, ওই টাকা নিতে পেরেছে কিনা, তা এখনো নিশ্চিত নয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক একজনকে
Posted ১:২০ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম