
| বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১ | 436 বার পঠিত | প্রিন্ট
বিজয়নগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১ আহত ১।
আজ ৩ ফেব্রুয়ারি বুধবার সকালে উপজেলার বুধন্তী ইউনিয়নের গাছতলা মোড় নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে পৌঁছালে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পাশবর্তী পুকুরে পড়ে যায়, ট্রাক্টর ড্রাইভার ঘটনাস্থলে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ও ট্রাক্টরে থাকা হেলপার গুরুতর আহত হয়।
ড্রাইভার উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের মন মিয়ার ছেলে অলি মিয়া (৩৬) এবং ট্রাক্টর হেলপার উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মোহাম্মদ মন্নাফ মিয়ার ছেলে ফারুক মিয়া (৩০) বাক প্রতিবন্ধী গুরুতর আহত হয়।
খবর পেয়ে পাশবর্তী মাধবপুর ফায়ারসার্ভিসের লোকজন এসে ড্রাইভার অলি মিয়াকে ট্রাক্টরের নিচে চাপা পড়া থেকে উদ্ধার করে ট্রাক্টর ড্রাইভার ও গুরুতর আহত হেলপার কে মাধবপুর সদর হসপিটালে প্রেরণ করেন, মাধবপুর সদর হসপিটালের কর্তব্যরত চিকিৎসক ট্রাক্টরের ড্রাইভার অলি মিয়াকে মৃত বলে ঘোষণা করে। গুরুতর আহত হেলপারকে ভর্তি করা হয়।
এ বিষয়ে খাঁটি হাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণকরা হয়েছে।
Posted ১২:৪৮ অপরাহ্ণ | বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |