
| মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ | 1852 বার পঠিত | প্রিন্ট
আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক আখাউড়া, বিজয়নগর ও কসবা উপজেলায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৩৯ বোতল ভারতীয় বিয়ার, ১১৮ বোতল ভারতীয় ইস্কফ, ১৮ কেজি ভারতীয় গাঁজা, ০৬ পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি মোটর সাইকেল ও ০৩টি মোবাইলসহ ০৩ জন আসামী আটক করা হয়েছে ।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইকবাল হোসেন (২৮ জুলাই) বিজ্ঞপ্তি নং-৪৪/২০ এর মাধ্যমে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর বিওপি’র
আওতাধীন কামালমোড়া নামক স্থানে গত ২৭ জুলাই ২০২০ তারিখে সন্ধ্যা ৬ ঘটিকায় অভিযান পরিচালনা করে ৩৯ বোতল ভারতীয় বিয়ার এবং বিষ্ণপুর বিওপি’র আওতাধীন ভাগলপুর নামক স্থান হতে ১৬ কেজি ও মুকুন্দপুর বিওপির আওতাধীন ইকরতলী নামক স্থান হতে ০২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে। অন্যদিকে আখাউড়া উপজেলার
ফকিরমোড়া বিওপির আওতাধীন ছোটকুড়িপাইকা নামক স্থান হতে ১১৮ বোতল ভারতীয় ইস্কফ, কসবা উপজেলার কাজিয়াতলী বিওপির আওতাধীন রায়েরমোড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে ০৬পিস ভারতীয় ইয়াবা, ০১টি মোটর সাইকেল ও ০৩টি মোবাইলসহ ০৩ জন আসামী যথাক্রমে (এক) মোঃ শাওন (১৯), পিতা- মোঃ স্বপন মিয়া,
গ্রাম- রামপুর, (দুই) মোঃ সাকিল মিয়া (১৮), পিতা- মোঃ সিদ্দিক মিয়া, গ্রাম- দৌলতপুর এবং (তিন) মোঃ শাহ আলম, পিতা- মোঃ নিশু মিয়া, গ্রাম- দৌলতপুর সকলের পোষ্ট- বিষ্ণউড়ি, থানা- কসবা ও জেলা- বি-বাড়িয়াদেরকে আটক করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ৫,০৮,০০০/- টাকা।
ধৃত আসামীদেরকে বিজিবি কর্তৃক মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ কসবা থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে উক্ত আসামীদের বিরম্নদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১০ (ক)/৩৮/৪১ ধারা মোতাবেক কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে।
Posted ৪:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |