
| বুধবার, ০৭ অক্টোবর ২০২০ | 608 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের মোহাম্মদ বাছির মিয়ার ছেলে জহির মিয়া (৩২) হৃদরোগে আক্রান্ত হয়েছে কিডনির সমস্যা ও রয়েছে তার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য সহ দুরারোগ্য রোগে আক্রান্ত অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেনা সমাজের বিত্তবান লোকদের সহায়তা চেয়েছে তার পরিবার। জহির মিয়া জানান আমার টিবি রোগ হয়েছে শ্বাসকষ্ট আছে কিডনিতে সমস্যা আছে এখন আমি কাজ করতে পারছিনা আমি পেশায় একজন রাজশ্রমিক ছিলাম মানুষের বাড়িতে কাজ কাম করে ভালই চলছিল আমার দিনকাল।কিন্তু অসুস্থ হওয়ার পরে কাজ করতে পারছি না মানুষ যদি দয়া করে কোন খাবার দেয় সে খাবার খেয়ে বেঁচে আছি চিকিৎসা করব কিভাবে যদি কেহ অর্থ সহায়তা করতো হয়তো আমি চিকিৎসা করতে পারতাম আমি সুস্থ হলে কারো কাছে সাহায্য চাইবো না। আমি কাজ করে খেতে চাই আমি সুস্থ হতে চাই।
জহির এর মা জানান আমার এক ছেলেকে বিদেশ পাঠিয়ে ছিলাম সুদের উপর টাকা নিয়ে সে বিদেশ থেকে কামাই রোজগার না করে ফেরত আসতে হয়েছে এখন আমার পরিবারে দু’মুঠো খাবার জোগাড় করা কষ্টকর হয়ে গেছে জহির এর চিকিৎসা কিভাবে করব যদি সমাজের টাকাওয়ালা লোক গুলো আমার ছেলেকে কিছু টাকা সাহায্য করতো হয়তো সে প্রাণে বেঁচে যেত।
বিকাশ পার্সোনাল মো:দুলাল মিয়া:০১৭১২৭৯৮৯৪৩
Posted ১:২৬ অপরাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম