
অমিত হাসান অপু: | শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ | 130 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণাড়িয়ার আখাউড়ায় অটো ভ্যান ও বাসের সংর্ঘষে মোঃ সাদ্দাম হোসেন (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে সুলতানপুর-আগরতলা বাইপাস রোডের আখাউড়া নূরপুর এলাকায় এদূর্ঘটনা ঘটে। নিহত অটো ভ্যান চালক (নিহত) সাদ্দাম হোসেন বিজয়নগর উপজেলাধীন সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর লিচু বাগান এলাকার, মোঃ আবুল হোসেন এর ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি দিগন্ত বাস আখাউড়া স্থলবন্দর এলাকার গাজীর বাজার যাওয়ার সময়, পথিমধ্যে নুরপুর গ্রামের রাস্তায় মাথায় যাত্রী নামানোর জন্য যাত্রা বিরতি দেয়। এসময় পিছন দিক থেকে নিহত (ভিকটিম ভ্যান চালক) সাদ্দাম হোসেন নিজের অটো ভ্যান গাড়ীর গতী নিয়ন্ত্রন করতে না পারায়, দিগন্ত বাসটির পেছনে ধাক্কা লেগে যায়। এতে করে অটো ভ্যান চালক (নিহত) সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত হয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। দিগন্ত বাস ও চালক কেউ আটক নেই। নিহত অটো চালক সাদ্দামের পরিবারের সাথে যোগাযোগ হয়েছে। পরিবারের লোকজন কোন মামলা করবেনা বলে পুলিশকে নিশ্চিত করেছেন।
জানতে চাইলে আখাউড়া সাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়ীত্বরত চিকিৎসক মোঃ সাব্বির আহম্মেদ বলেন, বেলা তিনটা ৪৫ মিনিটের দিকে সাদ্দাম হোসেন নামে দুর্ঘটনার একটি রোগী আসে। পরিক্ষা করে দেখি প্রায় ২০ মিনিট পূর্বেই তার মৃত্যু হয়েছে।
Posted ৮:১৪ অপরাহ্ণ | শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম