
| শনিবার, ২৫ জুলাই ২০২০ | 318 বার পঠিত | প্রিন্ট
আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক আখাউড়া ও বিজয়নগর উপজেলায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৩১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি সিএনজি’সহ ০১ জন আসামী আটক করা হয়।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইকবাল হোসেন শনিবার (২৫ জুলাই ) বিজ্ঞপ্তি নং-৪২/২০ এর মাধ্যমে জানান,জেলার আখাউড়া উপজেলার আজমপুর বিওপি’র আওতাধীন সীমান্ত হতে ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে আজমপুর বাজার নামক স্থান হতে গত ২৪ জুলাই ২০২০ তারিখ ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি সিএনজি’সহ ০১ জন আসামী
মোঃ স্বপন চৌধুরী (৩৮), পিতা- রোকন উদ্দিন, গ্রামঃ রামধন নগর, পোষ্ট+থানা- আখাউড়া এবং জেলা- বি বাড়িয়া কে আটক করা হয়।
এছাড়াও অদ্য ২৫ জুলাই ২০২০ তারিখে আখাউড়া উপজেলার মনিয়ন্দ বিওপির আওতাধীন তুলাইশিমুল নামক স্থানে ৭৫ ফেন্সিডিল ওবিজয়নগর উপজেলার বিষ্ণুপুর বিওপি’র আওতাধীন বিষ্ণপুর নামক স্থানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২৪০বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ৬,৮৩,০০০/- টাকা। ধৃত আসামীকে বিজিবি কর্তৃক মাদকদ্রব্য ও সিএনজিসহ আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে উক্ত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১০ (ক)/৩৮/৪১ ধারা মোতাবেক আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
Posted ৫:০৯ অপরাহ্ণ | শনিবার, ২৫ জুলাই ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম