রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>

করোনায় আক্রান্ত হয়ে নবীনগর প্রেসক্লাবের সভাপতি লিটনের স্ত্রীর মৃত্যু

  |   রবিবার, ২৬ জুলাই ২০২০ | 410 বার পঠিত | প্রিন্ট

করোনায় আক্রান্ত হয়ে নবীনগর প্রেসক্লাবের সভাপতি লিটনের স্ত্রীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক সমকাল পত্রিকা নবীনগর উপজেলা প্রতিনিধি মাহাবুব আলম লিটনের স্ত্রী রাশিদা আক্তার(৫১) আজ রবিবার সকালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। গ্রামের বাড়ি উপজেলার রতনপুরে ২য় জানাজা শেষে মরহুমার বাবার কবরের পাশে লাশ দাফন করা হয়েছে।


জানা যায়, গত ১৮ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন নবীনগর প্রেসকাবের সভাপতি মাহাবুব আলম লিটন। আইশোলেশনে থাকা অবস্থায় স্বামীর সুস্থতায় সার্বক্ষণিক পাশে থেকে সেবা করেছেন স্ত্রী রাশিদা আক্তার। উপজেলা পশ্চিম ইউনিয়নের ফতেহপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা আক্তার স্বামীর সেবা করতে গিয়ে নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন।

গত ২৪ জুলাই শুক্রবার মাহবুব আলম লিটনের করোনা পরীক্ষার ২য় রিপোর্টটি নেগেটিভ আসলে পরিবারের মাঝে আনন্দ ফিরে আসলেও শনিবার স্ত্রীর অসুস্থতায় সেই আনন্দ বিলীন হয়ে যায়। তাৎক্ষণিক নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক রাশিদা আক্তারকে কুমিল্লা রেফার করেন।


পরে করোনা উপসর্গ(শ্বাসকষ্ট) নিয়ে কুমিল্লা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকালে মৃত্যুবরণ করেন। বাদ যোহর নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১ম জানাজা শেষে ২য় জানাজার জন্য মরহুমার বাবার বাড়ি উপজেলার রতনপুরে নিয়ে যাওয়া হয়। ২য় জানাজা শেষে বাবার কবরের পাশেই দাফন করা হয় রাশিদা আক্তারকে।

১ম জানাজায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এড. শিব শংকর দাস, দুর্নীতি প্রতিরোধ কমিটি নবীনগর শাখার সভাপতি আবু কামাল খন্দকার, নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, বাঞ্ছারামপুর প্রেসকাবের সভাপতি সাব্বির আহমেদ সুবীর, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন, ফতেহপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক মো. সফর মিয়াসহ সর্বস্তরের জনসাধারণ।


Facebook Comments Box

Posted ১:২৯ অপরাহ্ণ | রবিবার, ২৬ জুলাই ২০২০

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com