
নিজস্ব প্রতিনিধি: | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ | 121 বার পঠিত | প্রিন্ট
ছবি:-আখাউড়ার আলো২৪.কম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২৭ কেজি গাঁজা ও চোরাচালানে ব্যবহৃত মোটরসাইকেলসহ মোঃ আবজাল হোসেন (২৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডারগার্ড (বিজিবি’র) সদস্যরা। তবে মোঃ আসিফ হোসেন (২৭) নামে অপর চোরাকারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শনিবার (০১ ফেব্রুয়ারি) ভোরে গোসাইস্থল বিওপির টহলদল তাকে আটক করে।
আটককৃত চোরাকারবারি আবজাল হোসেন কসবা উপজেলাধীন ধজনগর গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার ছেলে এবং পলাতক আসিফ হোসেন একই গ্রামের মোঃ ইকবাল হোসেন এর ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, এক গোপন সংবাদে গোসাইস্থল বিওপির টহলদল
অভিযান চালিয়ে কসবা উপজেলাধীন ফকিবাড়ি নামক স্থান হতে ২৭ কেজি গাঁজা ও ১ টি মোটরসাইকেলসহ মাদক চোরাকারবারী মোঃ আবজাল হোসেনকে হাতে নাতে আটক করে।এবং অপর চোরাকারবারি মোঃ আসিফ হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তবে দুজনের নামেই মাদকের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এবং আটকৃত আবজাল হোসেনকে আটককৃত গাঁজাও মোটরসাইকেলসহ কসবা থানায় সোপর্দ করা হয়েছে।
Posted ১২:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম