
| শনিবার, ১৩ মার্চ ২০২১ | 672 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় মাইকে ঘোষণা দিয়ে দূ’দল গ্রামবাসীর মধ্যে থেমে থেমে ভয়াবহ সংঘর্ষ হয়েছে।
এসময় সংঘর্ষে মোঃ ফায়েজ ভূইয়া (৫২) নামে এক ব্যক্তি হাসপাতালে নেওয়ার পথে নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। নিহত ফায়েজ ভূইয়া উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিম বাড়ি গ্রামের মৃত হাজী মোঃ লতিফ ভূইয়ার পুত্র।
সংঘর্ষে আহতদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।
শনিবার (১৩ মার্চ) সকাল ভোরের দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্ষীরা জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নিমবাড়ি গ্রামের শাক্কু মিয়ার সঙ্গে একই গ্রামের মোস্তফা মিয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এর জের ধরে আজ শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের হামলায় ফায়েজ ভূইয়া টেটা বিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়ে মারা যান।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূইয়া সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
Posted ৫:৫০ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ মার্চ ২০২১
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম