
রওনক ইসলাম | শনিবার, ১৫ মার্চ ২০২৫ | 183 বার পঠিত | প্রিন্ট
চাকরির সময় যাতায়তকালে বিভিন্ন কারণে ট্রেনের টিকিট কাটা সম্ভব হয়নি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মো.শাফি উদ্দিনের।
অবসর শেষে তিনি স্বেচ্ছায় সেই টাকা শোধ করলেন। শনিবার উপকুল এক্সপ্রেস ট্রেনে ভ্রমণকালে তিনি মোট ১০০০ টাকা পরিশোধ করেন।
উপকুল এক্সপ্রেস ট্রেনের ফেসবুক পেজ থেকে জানা যায়, চাকরিকালীন সময়ে মাঝে মাঝে কসবা-কুমিল্লা-কসবা পথে ট্রেনে যাতায়ত করতেন। কিন্তু কয়েকদিন টিকিট কাটা সম্ভব হয়নি।
শনিবার সকাল সাড়ে আটটায় তিনি কসবা স্টেশন থেকে উপকুল এক্সপ্রেসে ট্রেনে উঠেন। এ সময় ট্রাভেল টিকিট এক্সামিনার (টিটিই) মো. ইসমাইল হোসেন টিকিট চেক করতে এলে তিনি বিষয়টি তুলে ধরেন। এরপর অনুমান করে এক হাজার টাকার টিকিট কাটেন তিনি।
Posted ১১:০২ অপরাহ্ণ | শনিবার, ১৫ মার্চ ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম