
| বুধবার, ০৭ অক্টোবর ২০২০ | 1006 বার পঠিত | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট:
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বুধবার (৭ অক্টোবর) সকালে এ কথা জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, যেহেতু জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে, ধর্ষণের শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার। সেহেতু এটা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। কারণ আইন মানুষের জন্য।
সম্প্রতি সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন এবং সারাদেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় ধর্ষণের শাস্তি বাড়ানোর দাবি উঠেছে। ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ চলছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায়।
Posted ৭:৫৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম