
| বুধবার, ২০ জানুয়ারি ২০২১ | 374 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা বাতিজার মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার ভোর রাতে এগঠনা ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
নিহত ব্যক্তিরা হলেন বড়িকান্দি গ্রামের মোস্তফা (৭০) জসু মিয়া (৬৫) এলাকাবাসী জানান ভোর রাতে আগুন লাগলেও,মস্তুফা টের পেয়ে আগুন নিভাতে গেলে । নিচে বিদ্যুৎতের ছেড়া তার আছে তাদের দৃষ্টি গোচরে আসেনি। পরে চাচা কে বাঁচাতে গিয়ে জসু বিদ্যুৎতপৃষ্ঠ হয়ে দু জনই মারা যায়।আগুনের লেলিখান চারিদিকে ছড়িয়ে পড়ে যাওয়ায় ।মুর্হুতের মধ্য ঘরের মালামাল সহ তাদের মৃত্যু ঘটে।
খবর পেয়ে পাশ্ববর্তী সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মামুনূর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
Posted ১২:২৩ অপরাহ্ণ | বুধবার, ২০ জানুয়ারি ২০২১
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম