
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | 227 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদরাইল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন এবং প্রায় ৩০টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক পক্ষের নেতৃত্ব দেন জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শফিক রায়হান শ্রাবণ, অপর পক্ষের নেতৃত্বে ছিলেন উপজেলা যুবদলের সাবেক বহিষ্কৃত সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান লিটন।
সংঘর্ষের সূত্রপাত হয় গতকাল (২৭ এপ্রিল) রাত থেকে, যা আজ (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে আবারও শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত চলে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম। তিনি বলেন, “গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।”সংঘর্ষের কারণ ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।
Posted ৫:৩৫ অপরাহ্ণ | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম