
| সোমবার, ৩১ আগস্ট ২০২০ | 431 বার পঠিত | প্রিন্ট
অমিত হাসান অপু:ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সদর ইছাপুরা ইউনিয়নের কালীবাজার সহ বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মাহবুবুর রহমান।
আজ সোমবার (৩১ আগস্ট) দুপুর ২ টা হতে উপজেলার সদর ইছাপুরা ইউনিয়নের কালীবাজার বাজার সহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৮ টি মামলায় ৮জনকে,১৭০০ টাকা অর্থদন্ড দণ্ডিত করেন।
সরকারি নির্দেশ অমান্য করে মাস্কবিহীন অবস্থায় বাইরে চলাফেরা করায়,সংক্রমক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এ ৮টি মামলায় ৮ জনকে ১৭০০ টাকা জরিমানা করা হয়। এ মোবাইল কোর্ট পরিচালনা কালে উপস্থিত থেকে সহযোগিতা করেন বিজয়নগর থানা পুলিশ।
জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কেএম ইয়াসির আরাফাত নিশ্চিত করে জানান, সহকারী কমিশনার (ভূমি) জনাব মাহবুবুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেছেন পরে তিনি উপস্থিত জনগণকে মাস্ক পরিধান করার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করেন ও হতদরিদ্র লোকের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Posted ৫:০৫ অপরাহ্ণ | সোমবার, ৩১ আগস্ট ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম