
| বুধবার, ২৬ আগস্ট ২০২০ | 614 বার পঠিত | প্রিন্ট
অমিত হাসান অপু:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের পত্তন ইউনিয়নের ফকির আটিতে মদন মিয়া নামক এক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ করছেন তার পরিবার।
আজ (২৬ শে আগষ্ট) বুধবার রাত আনুমানিক ২:৩০ মিনিটে এই ঘটনা ঘঠে। পরিবারের দাবী, একই গ্রামের মশিউর ও তার ছেলে শাহিন এবং মেয়ের জামাই উজ্জল এই আগুন লাগিয়েছেন।এতে করে দোকানে থাকা ব্যবসার সকল পণ্য ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
বাংলাদেশে আওয়ামীলীগ কে ভালবাসার কারণে দোকানের সামনে দলটির প্রতিক নৌকা বানিয়ে সাজিয়ে রাখা নৌকাটির কয়েক অংশে পুড়ে যায়। তারা আরোও জানান,অনেক দিন যাবৎ তাদের বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে মশিউরের সাথে দন্ধ চলছিল।
মদন মিয়ার মেয়ের জামাই ইয়াছিন জানিয়েছেন, দোকান পুড়ানোর বিষয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তারা।
Posted ১:১৩ অপরাহ্ণ | বুধবার, ২৬ আগস্ট ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম