
| বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ | 406 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া মুক্তিযোদ্ধা ক্লাবের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত ভাবে মুকুন্দপুর মুক্তদিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে আজ (১৯ শে নভেম্বর)বৃহস্পতিবার বিকাল ৪ টায় সেজামুড়া মুক্তিযোদ্ধা ক্লাব সংলগ্ন মসজিদ মাঠে ১৯৭১ সালের ১৯শে নভেম্বর সেজামুড়া, মুকুন্দপুর সহ আশে পাশের গ্রাম শত্রু মুক্ত করতে গিয়ে যারা শহীদ হয়েছেন,তাদের স্মরণে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শু এইরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।
জনশ্রুতি আছে ১৯৭১ সালের এই দিনে সেজামুড়া, মুকুন্দপুর সহ আশে পাশের এলাকা শত্রু মুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ডে সর্বপ্রথম বিজয় পতাকা উড়েছিল।
উক্ত অনুষ্টানে উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দবির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সুলতান মাহমুদ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)কে এম ইয়াসির আরাফাত।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন মাহমুুদুর রহমান মান্না,ভাইস চেয়ারম্যান বিজয়নগর উপজেলা,আল মামুন উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মাষ্টার,সভাপতি পাহাড়পুর ইউনিয়ন আওয়ামীলীগ। বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম,সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়।বীর মুক্তিযোদ্ধা আবদুন নূর,সাবেক আহ্বায়ক কমান্ডার (১০ নং পাহাড়পুর ইউপি)।এম অলি আহম্মেদ সাধারণ সম্পাদক পাহাড়পুর ইউনিয়ন আওয়ামীলীগ,
এছাড়াও উপজেলার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার অনেকেই উপস্থিত ছিলেন।পরে দোয়া মোনাজাত ও তাবারক বিতরনের মাধ্যমে পর অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করা হয়।
Posted ৩:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম