রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>

বিজয়নগর শেখ হাসিনা সড়কে মনিপুরের অবৈধ গরুর খামারে মোবাইল কোর্ট ও গ্রেফতার ২৮

  |   সোমবার, ১০ আগস্ট ২০২০ | 537 বার পঠিত | প্রিন্ট

বিজয়নগর শেখ হাসিনা সড়কে মনিপুরের অবৈধ গরুর খামারে মোবাইল কোর্ট ও গ্রেফতার ২৮

আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় শেখ হাসিনা সড়ক থেকে অবৈধভাবে নির্মিত গরুর খামারটি অবশেষে উচ্ছেদ করা হয়েছে। সোমবার (১০ জুলাই) দুপুরে বিজয়নগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুবুর রহমানের নের্তৃত্ব মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ খামারটি উচ্ছেদ করেছেন। এঘটনা কে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হওয়ায় ২৮ জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, শেখ হাসিনা সড়কের (ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সাথে বিজয়নগর উপজেলার সরাসরি সংযোগ সড়ক) পত্তন
ইউনিয়নের মনিপুর এলাকায় সড়কের কিছু অংশ দখল করে অবৈধভাবে গরুর খামার নির্মান করেন মনিপুর গ্রামের আতকাপাড়ার জাকির হোসেনের গোষ্ঠীর লিলু মিয়া। এতে করে সাধারন মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় পর অবৈধভাবে ঘর নির্মানে বাঁধা দেন একই এলাকার ইউপি সদস্য সেলিম উদ্দিন। এ ঘটনার জের ধরে গত শনিবার বিকেলে জাকির হোসেনের সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মনিপুর গ্রামের বন্দর বাজারে সেলিম মিয়ার সমর্থকদের উপর অতর্কিত হামলা করে। পরে উভয়পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ সংঘর্ষে জড়িত থাকার দায়ে ২৮ জনকে গ্রেপ্তার করে। সংঘর্ষের ঘটনার পর সোমবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে নির্মিত গরুর খামারটি উচ্ছেদ করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়েছে এবং ভবিষ্যতে কেউ যাতে সড়কে অবৈধ স্থাপনাটি নির্মাণ না করে সে বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে।


Facebook Comments Box


Posted ২:২৭ অপরাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২০

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com