
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ | 173 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর (৬০ বিজিবি) ব্যাটালিয়ানের অভিযানে গত তিন দিনে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
গত ২ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জদ্ধ করা হয়।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে বিজিবি ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লে:কর্নেল এ এম জাবের বিন জব্বার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার মাদলা, মঈনপুর, কর্নেলবাজার, কাজিয়াতলী ও আখাউড়া বিওপি এলাকার অভিযান চালিয়ে এসব পণ্য জদ্ধ করা হয়।
জব্দকৃত তালিকায় রয়েছে ভারতীয় গরু ০৬টি, বাঁজি ২৪৫৬৫ পিস, রসুন ৬৪১ কেজি, শ্যাম্পু মিনি প্যাক ১৭২৮ পিস, চাউল ৬৪৮ কেজি, চুলের তেল ১৮৪ পিস, বিভিন্ন প্রকার সাবান ১৬৭ পিস, চিনি ৬৪৩২ কেজি, নেহা মেহেদী ১১৩৪ পিস, অলিভ ওয়েল ২৬ পিস, বডি লোশন ২২৫ পিস, স্কিন সাইন ক্রিম ৯৭০ পিস, কিসমিস ৫০ কেজি, আকাশী গাছের কাঠ ৯.৪২ সেপটি, অলিভ ওয়েল ১৫০ পিস, কম্বল ১৯ পিস, গাঁজা ২৬ কেজি, বিয়ার ২৫ বোতল, ইয়াবা ট্যাবলেট ৯৮০ পিস এবং হুইস্কি ০৩ বোতল।
জব্দকৃত এসব পণ্যের বাজার মূল্য ৪৩ লক্ষ ৭৬ হাজার ৬২০ টাকা। তিনি আরো জানান,ভারতীয় চোরাচালানী বেশিরভাগ মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।মাদকদ্রব্যসমূহ ধ্বংস করার প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ৪:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম